কক্সবাজার সদর হাসপাতালে বহুল প্রতিক্ষিত আইসিইউর উদ্বোধন

মাহাবুবুর রহমান:
কক্সবাজার সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ এবং ১০ শয্যা বিশিষ্ট এইচডিইউর উদ্বোধন করা হয়েছে। ২০ জুন সকাল ১১ টায় জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত পরিসরে এই ইউসিইউসর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আইসিইউর উদ্বোধন করেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়–য়া,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীন আবদুর রহমান,ই্উএনএইচসিআর এর প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সংসদ সাইমুম সরওয়ার কমল বলেণ,দেশে করোনা সংকট শুরু হওয়ার পর থেকে কক্সবাজারের প্রধান চিকিৎসা কেন্দ্র জেলা সদর হাসপাতালে আইসিইউ এবং অক্সিজেন সংকট ছিল। তবে এর মানেএই নয় যে আগে আমাদের হাসপাতালে আইসিইউর সেবার মান ছিল না। আগে যে আইসিইউ ছিল সেখানে এখনো প্রতিনিয়ত সাধারণ মুহুর্ষ রোগিদের সেবা দেওয়া হচ্ছে। তবে সেখানে করোনা আক্রান্ত রোগিদের ভর্তি করানো হয়নি। তবে বর্তমানে উচ্চক্ষমতা সম্পন্ন অক্সিজেন ফ্লো সহ যে আইসিইউ চালু হচ্ছে সেখানে করোনা রোগি সহ সাধারণ মানুষকে সেবা দেওয়া হবে।এ সময় তিনি ধর্য্য ধরে সবাইকে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান এবং সরকারে সহযোগিতা করার আহবান জানান। এ সময় সংসদ বলেন,অনেকে ফেইসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে সরকারের সুনামক্ষুন্য করছে তাই সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। পরে ভার্চুয়াল ভাবে আইসিইউ উদ্বোধন করা হয়। এ সময় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীন আবদুর রহমান বলেণ, বর্তমানে ১০ শয্যা আইসিইউতে হাই ফ্লো অক্সিজেন সুবিধা আছে। বাকি ১০ শয্যা এইচডিইউ মানে সেটাও অনেকটা আইসিইউর মত অর্থাৎ সাধারণ রোগি এবং আইসিইউর রোগির মাঝখানে বিশেষ প্রয়োজনে ব্যবহার করা সেবা। এছাড়া আগামীতে এখানে আরো ১০ টি ভেন্টিলেটর এবং ১ টি এম্বোলেন্স আসছে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •