টেকনাফে বিজিবি’র অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মোচনী এলাকা হতে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

সুত্র জানায়, গত ২০ জুলাই রাত সাড়ে ৮টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ একটি বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে মোচনী লবণ মাঠে সর্তক অবস্থান নেয়। লেদা ছুরিখাল দিয়ে ৩জন লোক আসতে দেখে দাড়ানোর জন্য সংকেত দিয়ে পালিয়ে পার্শ্ববর্তী গ্রামে ঢুকে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যায়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩৯হাজার ৬শ ৮০পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় সংশ্লিষ্টদের সনাক্ত করার চেষ্টা চলছে।

জব্দকৃত মাদক পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
একাধিক সুত্রের দাবী, স্থানীয় শক্তিশালী চাঁদ-টুপি সিন্ডিকেট পার্শ্ববর্তী রোহিঙ্গাদের ব্যবহার করে মাদকসহ বিভিন্ন অপরাধ করে আসছে।

  •  
  •  
  •  
  •  
  •