আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে সদ্য সাবেক প্রেসিডেন্টের উপস্থিত থাকা পুরনো রীতি। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি তার উত্তরসূরী ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না।
এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন বাইডেন।
তিনি বলেন, আমি শুনলাম যে ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না। এটা ভালো সিদ্ধান্ত। খুব কম বিষয়ে আমরা (ট্রাম্প ও বাইডেন) একমত হয়েছি। এটা তার মধ্যে একটি।

মন্ত্রিসভার মনোনীত সদস্যদের সঙ্গে পরিচয় করে দেওয়ার পর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ট্রাম্প লোক দেখানোর জন্য কিছু করছেন না। এটা খুব ভালো।
তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আনন্দ প্রকাশ করেন বাইডেন। তিনি বলেন, মাইক পেন্সকে স্বাগত। আমরা সম্মানিতবোধ করছি।