রামু সোনালী অতীত ফুটবল লীগের দ্বিতীয় দিনে: বিজয়ী অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক, রামু
রামু সোনালী অতীত ফুটবল লীগে নিজেদের প্রথম খেলায় বিজয়ী হয়েছে, ‘অলক বড়–য়া স্মৃতি ফুটবল দল’। সাবেক ফুটবলারদের এ খেলায় ‘অলক বড়–য়া স্মৃতি ফুটবল দল’ ১-০ গোলে ‘পরিতোষ চক্রবর্তী স্মৃতি ফুটবল দলকে’ পরাজিত করেছে। খেলায় ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন, অলক বড়–য়া স্মৃতি ফুটবল দলের সুপন বড়ুয়া শিপন ও পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দলের শফিউল আলম লালু। শনিবার (৩০ জানুয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১’ এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলার মাঠে রামু সোনালী অতীত ফুটবল লীগকে ঘিরে সাবেক ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
খেলার প্রথমার্ধে পেনাল্টি শট থেকে গোল করে অলক বড়–য়া স্মৃতি ফুটবল দলকে ১-০ গোলে এগিয়ে নেয়, দলের নির্ভরযোগ্য খেলোয়াড় সুপন বড়–য়া শিপন। দ্বিতীয়ার্ধে পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দলের অধিনায়ক মো. নুরুল্লাহ নিশ্চিত গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। খেলায় উভয় দল আক্রমণ, পাল্টা আক্রমনে খেলেও শেষ সময় পর্যন্ত কেউ গোল করতে পারেনি। উভয় দলের খেলা দর্শকদের আন্দোলিত করেছে। খেলার নির্ধারিত সময়ে গোল করে, নিজেদের প্রথম খেলায় পূর্ণ পয়েন্ট অর্জন করেছে ‘অলক বড়–য়া স্মৃতি ফুটবল দল’। খেলা পরিচালনায় আনিসুর রহমান রেফারী, শিপন দাশ ও মো. ইসহাক সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন। খেলার ধারাভাষ্যে ছিলেন, রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১ পরিচালনা কমিটির আহŸায়ক পলক বড়ুয়া আপ্পু।
পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দলে খেলেছেন, মোহাম্মদ নুরুল্লাহ (অধিনায়ক), বিপুল বড়ুয়া আব্বু (গোলরক্ষক), বিপ্লব বড়ুয়া (আবদুর রহিম), শফিউল আলম লালু, মিজবাহ উল হক (সবুজ বড়ুয়া) (বদরুল হুদা) (ইসকান্দ মির্জা) (পলাশ বড়ুয়া), মো. নুরুল আলম, বিকাশ বড়ুয়া, কাউছার উল হক, সুহাস বড়ুয়া, আহমদ, সংগীত বড়ুয়া। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, অমিয় বড়ুয়া, প্রকাশ সিকদার, সুজিব বড়ুয়া।
অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দলে খেলেছেন, জিটু বড়–য়া (অধিনায়ক), রাজু বড়ুয়া (গোলরক্ষক), সজল বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, কমল বড়ুয়া (ওমর ফারুক মাসুম) ( শাহ আলম), টিটু বড়ুয়া, পদ্ম বড়ুয়া, সুপন বড়ুয়া শিপন, তাজল বড়ুয়া, সিপন বড়ুয়া, সুলক বড়ুয়া (মোর্শেদ)। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, সুবীর বড়ুয়া বুুলু, কিশোর বড়ুয়া, বিজন বড়ুয়া, ফরিদুল আলম, ব্যোমকেশ বড়ুয়া, বাবুল বড়ুয়া, রুপম বড়ুয়া, সবুজ বড়ুয়া।
রামু সোনালী অতীত ফুটবল লীগের তৃতীয় দিন শুক্রবার (৫ ফেব্রæয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ বনাম ‘অজিত বড়ুয়া স্মৃতি ফুটবল দলের’ খেলা অনুষ্ঠিত হবে। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘রামু সোনালী অতীত ফুটবল লীগের’ চারদলই একটি করে খেলায় অংশ নেয়। এতে ‘অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ৩ পয়েন্ট, ‘মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল’ ২ পয়েন্ট, ‘অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দল’ ১ পয়েন্ট অর্জন করলেও ‘পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দল’ কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি এখনও।

  •  
  •  
  •  
  •  
  •