কক্সবাজার জেলা সৎসঙ্গ পরিচালনা পরিষদ গঠিত

 

বার্তা পরিবেশক :

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ – হিমায়েতপুর পাবনা কেন্দ্রীক কক্সবাজার জেলা শাখা গঠিত। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারন সভায় ডা. বিনয় কৃষ্ণ ধর, এসপিআর, সদর কক্সবাজারকে সভাপতি, অজিত কান্তি দাশকে কার্যকরী সভাপতি এবং সুশান্ত পাল বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়।

ডা. বিনয় কৃষ্ণ ধর, এসপিআর, সদর কক্সবাজারের সভাপতিত্বে এবং সুশান্ত পাল বাচ্চুর সঞ্চালনায় সাধারণ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রম, হিমায়েতপুর পাবনার সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কার্যকরী সভাপতি সজীব কুমার সিংহ রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রম, হিমায়েতপুর পাবনার নির্বাহী সদস্য ও চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত, উখিয়া সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অজিত কান্তি দাশ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ- সাধারণ সম্পাদক অমল দাশ, উন্নয়ন সম্পাদক প্রকৌশলী নন্দন দত্ত, সহ- সাংস্কৃতিক সম্পাদক দোলন কান্তি দাশ, ডা. স্বপন ধর, এসপিআর, কক্সবাজার প্রমূখ। সর্বসম্মতিক্রমে ডা. বিনয় কৃষ্ণ ধরকে সভাপতি, অধ্যক্ষ অজিত কান্তি দাশকে কার্যকরী সভাপতি এবং সুশান্ত পাল বাচ্চুুুকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি পদে শিল্পী দুলাল আচার্য্য, সহ- সভাপতি পদে রতন দেওয়ানজী, রাখাল রুদ্র, শশাংক মোহন দে, দিদুল সিকদার, সহ- সাধারণ সম্পাদক পদে অমল দে, সুমন দাশগুপ্ত, গোপাল কৃষ্ণ দাশ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য, সহ – সাংগঠনিক সম্পাদক বাদল কান্তি দাশ, অর্থ সম্পাদক অরুণ ধর, সহ- অর্থ সম্পাদক রতন ধর, দপ্তর সম্পাদক শিমুল পাল, সহ- দপ্তর সম্পাদক রুবেল পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাষ্টার বাবুল কান্তি দে, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মাষ্টার বেবী প্রভা দে, সাংস্কৃতিক সম্পাদক মাষ্টার বিজয় সুশীল, সহ- সাংস্কৃতিক সম্পাদক মৃনাল দে, মহিলা সম্পাদিকা এড. লিপীকা পাল, সহ- মহিলা সম্পাদিকা মিনা শর্মা, কার্যকরী সদস্য এড. অষ্টম ধর, মিলন দাশ, ধনঞ্জয় ধর, হারাধন চক্রবর্তী, মিলকী দাশ, রঘু পাল। সাধারণ সভায় কক্সবাজার সদর, রামু, উখিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ উপজেলার সৎসঙ্গবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •