সৈকতে ব্যারিকেড স্থাপন, মাঠে জেলা পুলিশ

 

এম.এ আজিজ রাসেল
সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গণপরিবহন সহ বিভিন্ন পর্যটন স্পষ্টে সাস্থ্য সচেতনতা মুলক অভিযান পরিচালনা করছে কক্সবাজার জেলা প্রশাসন ।

পর্যটন নগরীর সমুদ্র সৈকতে সরকারের ১৮ দফা সিদ্ধান্ত প্রয়োগ করতে সৈকতে প্রবেশে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে চলা এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ।

এসময় তারা বলেন, সরকারের ১৮ দফা সিদ্ধান্ত প্রয়োগ করতে জেলা প্রশাসন সর্বদা প্রস্তুত এবং তাদের এই অভিযান অব্যহত থাকবে ।
এদিকে গণপরিবহনে সাস্থ্যবিধি মানাতে কলাতলী মোড়ে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা পুলিশ ।

গাড়িতে অধিক যাত্রী পরিবহন না করা, যাত্রীদের মাস্ক পরিধানে বাধ্য করা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, গণপরিবহনে সরকারি নির্দেশনা এবং সাস্থ্যবিধি মানাতে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •