রামুতে আদালতের মামলাকে তোয়াক্কা না করে জমি দখলে নিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা

 

বার্তা পরিবেশকঃ

রামুতে আদালতের মামলা কে তোয়াক্কা না করে জমি দখলে নিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।২৪ আগস্ট সকাল ১১ টার সময় রামু ফতেখাঁরকুল ইউনিয়নের লামার পাড়া এলাকায় চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ফতেখাঁরকুল ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবার অফিসেরচর লামার পাড়া এলাকার বিশিষ্ট জমিদার মৃত সুলতান আহমদ চৌধুরীর ছোট ছেলে জমির মালিক ভুক্তভোগী রিদুয়ানুল হক চৌধুরী জানান পৈত্রিক সূত্রে প্রাপ্ত দীর্ঘদিন ধরে আমার দখলে থাকা বাড়ি ভিটিায় গাছপালা লাগিয়ে টিনসেট ঘর নির্মাণ করে টিউবল বসিয়ে সুন্দর ভাবে বসবাস করে আসিতেছি। প্রভাবশালী একশ্রেণীর রাজনৈতিক নেতার ইন্ধনে হঠাৎ করে আমার পার্শ্ববর্তী পাড়ার মৃত হারুনুর রশিদের সন্ত্রাসী পুত্র আবু রাশেদ, আবু শাদেদ, তার ফুফাতো ভাই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার এমদাদুল হকের ছেলে শহিদুল্লার নেতৃত্বে বহিরাগত শতাধিক ভাড়াটিয়া পুরুষ ও মহিলা সন্ত্রাসী এনে আমার বাড়ি ভিটার জমির ঘেরা ভাঙচুর করে এবং খুঁটি দিয়ে দখলের চেষ্টা করে ও বৈদ্যুতিক মিটার কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা এবং আমি,এবাং আমার মা সহ তিন জনকে মারধর করে। খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পিছু হাটে। এই দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রামু থানার এস আই তানবিরুল হক চৌধুরী সহ পুলিশ ফোর্স। ভুক্তভোগী রিদুয়ানুল হক চৌধুরী আরও জানান কক্সবাজার বিজ্ঞ যুগ্ম জেলা জজ (২য়) আদালতে স্থাবর সম্পত্তি বিভাগ ও উচ্চারণের মোকদ্দমায় ৯ জন কে অভিযুক্ত করে অপর ১৯৪/২০১৫ মামলা করেন আমাদের বড় ভাই মৃত আবদুল মালেক চৌধুরী , বর্তমানে মামলাটি শুনানি পর্যায়ে আছে। সন্ত্রাসীরা বিভিন্ন সময় আমাদের জমি দখল করার জন্য হুমকি দিয়ে আসছিল, তাদের কোন দলির পত্র নাই, গত ৩০/৯/২০১৬ ই রামু থানায় হারুনর রশিদের সন্ত্রাসী পুত্র আবু রাশেদ কে অভিযুক্ত করে অজ্ঞাতনামা সাত-আটজন সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয় যার নম্বর ১২৯২। তার ধারাবাহিকতায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। এ ঘটানায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী জানান দিন দুপুরে একটা চৌধুরী পরিবারে হামলা চালানো নিন্দনীয় সুষ্ঠু তদন্ত পূর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী ও সচেতন জনগণ। ভুক্তভোগী রিদুয়ানুল হক জানান আমি নিরাপত্তাহীনতায় ভুগছি যেকোনো সময় আমাকে সন্ত্রাসীরা মেরে ফেলতে পারে। সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের যোগিতা কামনা করেন ভুক্তভোগী পরিবার এই ঘটনায় আবু রাশেদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এব্যাপারে রামু থানায় এসআই তানভীরুল হক চৌধুরী জানান আমি ঘটনাস্থলে গিয়েছি উভয়পক্ষকে থানায় আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •