আইনশৃংখলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে সিদ্ধান্ত

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজার জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ ও পাচার প্রতিরোধ, ভূমি অবৈধ দখলকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা, সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টে ফেসবুকে অপপ্রচার বন্ধে জনসচেতনতামূলক প্রচারণা, শহরে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

সোমবার ১১ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ের সভাপতি আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা মো: শাজাহানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন

  •  
  •  
  •  
  •  
  •