অদ্ভুত সেই মাছ

কক্সবাজার খবর ডেস্কঃ

সাগরে জেলেদের জালে ধরা পড়ছে নানা জাতের মাছ। এসব মাছের মধ্যে কিছু মাছ আবার ভিন্ন ধরনের, দেখতেও বেশ অদ্ভুত। এমনি একটা মাছ শুক্রবার (২৯ নভেম্বর) ধরা পড়ল জেলেদের জালে। জেলেরা জানান, স্থানীয়ভাবে এ অদ্ভুত গড়নের মাছটিকে পীতম মাছ বলা হয়। সচরাচর এ মাছ তেমন ধরা পড়ে না। তাই না চেনার কারণে অনেক ক্রেতাই এ মাছ কিনতে চায় না। তবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকেরা এ মাছ খেতে খুবই পছন্দ করে। চাহিদা তেমন না থাকায় দামেও বেশ সস্তা এ মাছ। নগরে নতুন ফিশারিঘাট থেকে শুক্রবার সকালে তোলা।

  •  
  •  
  •  
  •  
  •