কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১৫

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৫ জনকে আটক করেছে। গত ৩০/১১/২০১৯ ইং তারিখ সকাল হতে ০১/১২/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ ইয়াছিন, এসআই রাশেদুল কবির, এসআই আরাফাতুল আলম, এসআই তীতংকর দাস, এসআই মোস্তাক আহমদ, এসআই বেলাল উদ্দিন, এসআই প্রদীপ চন্দ্র দে সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার জিডি নং- ১৮২৪/১৯ ধারাঃ-ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। আলম শহীদ, পিতা- মৃত মাস্টার তালের, সাং- মগ ডেইল, ৫নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
২। জিয়াউর রহমান, পিতা- নুরছফা, মাতা- জান্নাতুল ফেরদৌস, সাং- মগডেইল, ৫নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মোঃ ইদ্রিস, পিতা- মৃত ছৈয়দ আহম্মদ, মাতা- মৃত আয়েশা বেগম, সাং- আজম কলোনী, থানা ও জেলা- কক্সবাজার।
৪। মোঃ হেলাল, পিতা- মোঃ নুরুল আমিন, সাং- উত্তর বড়খোপ, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৯০(১০)১৯ ইং ধারাঃ- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। ইকবাল হোসেন প্রঃ সুলতান, পিতা- আবদুল মজিদ, সাং- কৃষ্ণপুর, থানা- পাবনা পৌরসভা, জেলা- পাবনা। বর্তমানে- কলাতলী বিকাশ বিল্ডিং, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৩৭(১১)১৯ ইং ধারাঃ- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৬। মোঃ সৈয়দ নুর, পিতা- অলি আহমদ, সাং- দক্ষিন ঘোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৭। মোঃ আলী জোহর, পিতা- মৃত এজাহার মিয়া, সাং- মহাজেরপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ০১(১২)১৯ ধারাঃ- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৮। মোঃ তারেক, পিতা- মৃত আব্দুল মাবুদ প্রঃ গোলাম প্রঃ বইল্যা, সাং- সমিতি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৯। মোঃ হেলাল হোসেন, পিতা- মৃত নুরুচ্ছফা, সাং- পশ্চিম কুতুবদিয়া পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
১০। জামাল উদ্দিন, পিতা- জাহাঙ্গীর আলম, সাং- উত্তর বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০৯(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১১। তপন কান্তি দে, পিতা- মৃত হৃদয় কান্তি দে, সাং- জাদিরাম পাহাড়, গোলদিঘীর পাড়, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং-৪৬৯/১৯ ইং ধারাঃ- পুুলিশ আইনের ৩৪(৬) পিসি সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১২। নুরুল আবসার, পিতা- হেফাজ উদ্দিন, সাং- পূর্ব লারপাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মোঃ কায়েছ, পিতা- শাহাব উদ্দিন, সাং- উত্তর নুনিয়ারছড়া, ফিশারী ঘাট, থানা ও জেলা- কক্সবাজার।
২। কালা বাশি, স্বামী- আঃ জব্বার, সাং- কলাতলী, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
৩। শাহ আলম, পিতা- মৃত ছিদ্দিক আহমদ, সাং- পূর্ব লাহার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •