কক্সবাজার উত্তর বন বিভাগের অভিযানে ৩০০ ঘনফুট  কাঠ ও মিনি ট্রাক জব্দ

 

এস এম হুমায়ুন কবির

কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশাল টিমের ওসি এবং সদর বন রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী রাস্তার মাথা নামক এলাকা থেকে ৭ ডিসেম্বর ভোরে বন বিভাগের স্পেশাল টহল টিম অভিযান চালিয়ে অবৈধ ৩ শত ফুট জ্বালানী কাঠ ও ডাম্পার গাড়ী জব্দ করার সত্যতা নিশ্চিত করেছে বন বিভাগ।
স্পেশাল টহল টিমের ওসি এমদাদুল হক জানান, ফাঁসিয়াখালী বন রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামের সহায়তায় কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।

 

অনুসন্ধান করে জানা গেছে, কাঠ ও বিভিন্ন বনজ দ্রব্য অবৈধ ভাবে একটি চোরাচালানী সিন্ডিকেট দেশের বিভিন্ন স্হানে পাচার করে আসছিল।স্পেশাল টহল টিমের ওসি এবং সদর বন রেঞ্জ কর্মকর্তা হিসাবে যোগদানের পর চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্হান নেন।কাঠ ও বনজ দ্রব্যের একের পর এক চোরাচালান জব্দ করেন ফলে চোরাচালানীদের রোষানলে পড়েন। সৎ,কর্মঠ ও চৌকস বন রেঞ্জার এমদাদুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।সচেতন মহল কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তার নির্দেশে সাহসী রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে চলমান চােরাচালান বিরোধী অপারেশন অব্যাহত রাখার আহবান জানান।

  •  
  •  
  •  
  •  
  •