নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরে দিন দিনদুপুরে টমটম চুরি হয়েছে। ১৮ জানুয়ারী সোমবার বেলা ১২ টায় কক্সবাজার পৌরসভাস্হ ফিশারী ঘাট থেকে টমটম গাড়ীটি চুরি হয়েছে বলে জানাগেছে,
দিনদুপুরে পর্টটন রাজধানী খ্যাত এই শহরে এভাবে গাড়ী ছিনতাইয়ের ঘটনায় স্হানীয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে,
ছিনতাই হওয়া টমটমের মালিকও ড্রাইভার
উপজেলার পি,এম,খালী ইউনিয়নের বাংলাবাজার সুইচ গেইট এলাকার নুরুল আমিন মিন্টু জানান,
২/১ মাস পুর্বে ব্যাংক থেকে ঋনের মাধ্যেমে অতি কষ্টে গাড়ীটি ক্রয় করে নিজেই চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন,
আজ সকালে একটি ভাড়া নিয়ে ওই স্হানে গেলে তিনি এগাড়ীটি দাড় করিয়ে নাস্তা করছিলেন,
নাস্তা শেষে এসে দেখা যায় গাড়ীটি ওই স্হানে নেই, লাল রঙ্গের ও সজ্জিত টমটম গাড়িটি
কে বা কাহারা গাড়ীটি নিয়ে যায়,
এদিকে হত দরিদ্রপরিবারটির এক মাত্র অবলম্বন গাড়িটি চুরি যাওয়ায় পরিবারটি পড়েছে বিপাকে,
এব্যাপারে দরিদ্র মিন্টু সংশ্লিষ্ট প্রশাসনের হস্হক্ষেপ কামনা করেছে,
এবং কেও গাড়িটির সন্ধান পেলে ০১৮১১১৪৪৬১ নাম্বারে যোগাযোগের মাধ্যেমে সহায়তায় এগিয়ে আসার জোর দাবী জানিয়েছেন।