রামুতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

 

মোঃ নাছির উদ্দিন,রামু
কক্সবাজারের রামু উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুল হককে সভাপতি,জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইনকে সাধারণ সম্পাদক করে ১৭ জন বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।শনিবার(২৬ জুন) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা মিলনায়তনে এ কমিটি গঠিত হয়। এতে প্রধান শিক্ষক এম আজিজুল হক সিকদারের সভাপতিত্বে মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জেলা কমিটির সভাপতি হোছাইন আহমদ মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জেলা কমিটির সাধারণ সম্পাদক কে এম রমজান আলী।উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল আলম,খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজেম উদ্দিন। এতে সহ-সভাপতি পদে হিসেবে রয়েছে নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ,মেরংলোয়া রহমানিয়া দাখিল মাদ্রসার সুপার মৌঃমোহাম্মদ রফিক, আবু বকর ছিদ্দিক বালিকা দাখিল মাদ্রাসার সুপার মৌঃ শরিফুল হক,আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল হক,কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী,যুগ্ন সম্পাদক হিসেবে রয়েছে কচ্চপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবছার উদ্দিন, পশ্চিম গোয়ালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাংগঠনিক হিসেবে রয়েছে মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম,অর্থ সম্পাদক আলফুয়াদ একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা দিদার চৌধুরী, প্রচার,প্রকাশনা ও দপ্তর সম্পাদক ধেছুয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গণী,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার জাহান, ধর্ম বিষয়ক সম্পাদক বদর মোকাম ফেরদৌসীয়া দাখিল মাদ্রাসার সুপার মৌঃ সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মৌঃ নুরুল আমিন,মিঠাছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার আবুল কালাম ও ঈদগড় আমির মোহাম্মদ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল ভদ্র প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •