কক্সবাজার-চট্টগ্রামে মৃদু কম্পন

সিবিকে ডেস্কঃ

কক্সবাজার ও চট্টগ্রামে মৃদু কম্পন অনুভূত হয়েছে।বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমানায় এ ভূমিকম্প হয়।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪, যা হালকা প্রকৃতির।

সোমবার রাত সাড়ে ৯টার পরে ইন্ডিয়া-বার্মা প্লেটের সংযোগস্থলের হালকা ভূমিকম্প হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রফেশনাল এসিসটেন্ট মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ৪২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে ১২২ কিলোমিটার দক্ষিণ পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

রাত ৯ টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ড সময়ে রিখটার স্কেলে ৪.৩ মাত্রা ধরা পড়েছে

  •  
  •  
  •  
  •  
  •