সংবাদদাতা :
কক্সবাজার চেম্বার অব কমার্সের আয়োজনে রামুতে এসএমই উদ্দীপনা প্যাকেজ নিয়ে রামু উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২২শে আগষ্ট (রবিবার) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় কভিড-১৯ পরিস্থিতিতে কক্সবাজার চেম্বার অব কমার্স এই সভার আয়োজন করে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, সহকারি কমিশনার ভুমি রিগ্যান চাকমা,কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, আইএলওর প্রজেক্ট কোর্ডিনেটর মো: সিরাজুল ইসলাম,রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, এবং বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণসহ উপজেলার উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, করোনায় দেশের আর্থিক যে ক্ষতি হয়েছে এই প্রণোদনা প্যাকেজ এবং আজকের এই আলোচনা ফলপ্রসূ হবে আশা রাখি।
চেম্বার অব কমার্সের সভাপতি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশ কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। সেগুলোর সঠিক ঋণসুবিধা উদ্যোক্তাদের দিতে আজকের আয়োজন।
সভায় আই এল ওর কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, যাচাই বাচাই করে সঠিক উদ্যোক্তাদের ঋণ দিলেই দেশের আর্থিক ক্ষতি সহজেই পোষানো যাবে।
উদ্যোক্তাদের মধ্যে অনেকেই ব্যাংক ঋণ সহজ শর্তে না পাওয়া নিয়ে আলোচনায় অংশ নেন।