নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার ২৫০ শয্যা হাসাপাতালে নতুন আর.এম.ও হিসেবে ডাঃ আব্দুস সালাম যোগদান করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডাঃ শফিউল ইসলামের স্বাক্ষরিত স্মারক নং ঃ ৪৫.০১.০০০০.০০৪.০৮.০০৬.১৯.৩৩৫-১৬৩ স্মারক মূলে ডাঃ আব্দুস সালাম (কোডঃ ১০১৬৭০) কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আর.এম. ও হিসেবে নিয়োগ দিয়েছেন। এর আগে ডাঃ আব্দুর রহমান চৌধুরী দায়িত্বরত ছিলেন। তাঁর পদোন্নতি হওয়ায় তাহাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান (টি এইচ) হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইতিপূর্বে নতুন আরএমও কক্সবাজার মেডিকেল কলেজের ফরেসনিক মেডিসিনের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। এবং হৃদরোগের উপর ০২ বছরের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন বলে সাংবাদিকদের জানান। এর আগেও তিনি জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন মর্মে জানা গেছে। নতুন আর.এম.ও জেলাবাসীর দোয়া চেয়েছেন এবং সরকারি সেবা দানে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখবেন।