নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনর রশিদ এর জানাযায় শোকার্ত মানুষের ঢল

 

মোঃ নাছির উদ্দিন, রামু

নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হারুনর রশিদ এর জানাযা নামাজে শোকার্ত মানুষের ঢল নামে।মঙ্গলবার (০৩মে) কক্সবাজারের ঈদগাঁও মেহেরঘোনা ইউনুছিয়া মাদ্রাসার মাঠ প্রঙ্গনে মাগরিব নামাজের পর পরে নামাজে জনাযা সম্পন্ন হয়।
পারিবারিক সুত্রে জানা যায়,
পবিত্র ঈদের দিনে কক্সবাজারের ঈদগাঁওর মেহেরঘোনার এলাকার বাসিন্দা ও নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,মেহেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, ক্রীড়াব্যক্তিত্ব এবং সুপরিচিত মো: হারুনর রশিদ সকালে নিজের গ্রামের মসজিদে
ঈদের সালাত আদায়, ঈদ শুভেচ্ছা বিনিময়সহ ঈদ আনন্দ উদযাপনের ছবি মৃত্যুর দুই ঘন্টা পূর্বে ফেইস বুকে পোস্টও করেন।
মঙ্গলবার(৩ মে) ঈদের দিন দুপুর ১২টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সে ঈদগাঁও মেহেরঘোনা গ্রামের বাসিন্দা ছৈয়দ নুর এর পুত্র। রামুর রশিদনগর নাদেরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হারুনর রশিদ একজন নম্র,ভদ্র ও আদর্শ শিক্ষক ছিলেন। পরিবারের সদস্যসহ বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে স্থানীয় মসজিদে ঈদের সালাত আদায় করেন। পরবর্তীতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মসজিদের সামনে দাড়িয়ে সহপাঠীদের সাথে ক্যামেরায় ছবিও নেন এবং তা পরবর্তীতে নিজ ফেসবুক আইডিতে আপলোড দিয়ে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন।
নামাজ শেষে প্রতিবেশী ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন শিক্ষক সুলতান আহমদের বাসায় গিয়ে শুভেচ্ছাও বিনিময় করেন। আপ্যায়ন শেষে পাশের নিজ বাড়িতে পৌঁছে হঠাৎ পৌনে এগারটার দিকে অসুস্থতা অনুভব করেন। প্রথমে ঈদগাঁওর এক হাসপাতালে নিয়ে আসা হয়, পরবর্তীতে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারপরও নিশ্চিত হতে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মাস্টার হারুন এর মৃত্যুতে জোয়ারিয়ানালা এইচ. এম.সাঁচি উচ্চ বিদ্যালয় পরিবারবর্গ গভীরভাবে শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যু কালে মা,বাবা তিনিসহ ৫ ভাই, ৩ বোন ছিলেন। ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি মা-বাবা,ভাইবোনসহ এক স্ত্রী ও ২ কন্যা সন্তান রেখে যান।

  •  
  •  
  •  
  •  
  •