চকরিয়ায় আগুনে পুড়ে যাওয়া ৩০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আন্তর্জাতিক হিন্দু সংগঠন ইন্টারন্যাশনাল হিন্দু ভয়েজ – বাংলাদেশ

আজ ৭ই মে ২০২২ ইং রোজ শনিবার কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে যাওয়া ৩০ টি (২০ টি হিন্দু ১০ টি মুসলিম) পরিবার এর মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।জরুরী খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু, ও চিড়া।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিন্দু ভয়েজ – বাংলাদেশ শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হারাধন দেব (জয়), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিপক রায়,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুপারথ পাল চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য বিকাশ দাস।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার হারাধন দেব জয় বলেন ইন্টারন্যাশনাল হিন্দু ভয়েজ -বাংলাদেশ সব সময় অসহায় হিন্দু দের পাশে আছে ভবিষ্যৎতেও থাকবে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করতে এসেছি। অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখে তিনি অন্যান্য হিন্দু ও সামাজিক সংগঠন কে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

  •  
  •  
  •  
  •  
  •