শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রোগীকে বৌদ্ধ সুরক্ষা পরিষদের খাবার প্রদান

নিজস্ব প্রতিবেদক, রামু
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশত রোগীকে খাবার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকালে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ এ মানবিক উদ্যোগ পরিচালনা করে।
এ উপলক্ষে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিষয় অতিথির বক্তৃতা করেন, রামু স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৃজন রায় তীর্থ, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক পরীক্ষিৎ বড়ুয়া ‍টুটুন, ছড়াকার দর্পণ বড়ুয়া, সাংবাদিক খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগীদের শুষ্ক খাবার বিতরণ করে, বৌদ্ধ সুরক্ষা পরিষদ।
কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে রোগীদের মাঝে উক্ত খাদ্যদান কর্মসূচী পালন করা হয়েছে।
  •  
  •  
  •  
  •  
  •