নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে কক্সবাজারে সস্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধ পূজা, পিণ্ডদান, সংঘদান, মৈত্রী র্যালী, ধর্মদেশনা ও আলোচনা সভা। শনিবার বিকেলে শহরের মোহাজের পাড়া বৌদ্ধ বিহার থেকে মৈত্রী র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের পাহাড়তলী উঃ কোশল্লা বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের এর সভাপতিত্বে অনষ্ঠিত সভায় সাবেক সংসদ সদস্য এ থিন রাখাইন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও হিন্দু—বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মো হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, জেলা হিন্দু ধর্মীয় ট্রাস্টি বাবুল শর্মা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন সেখানে কিন্তু কোনো ধর্ম দেখে না। যারা রক্ত দিয়েছেন তাদের সকলের রক্ত, যে যে ধর্মের হোক একাকার হয়ে মিশে গেছে। কাজেই এটা সবার মনে রাখতে হবে, বাংলাদেশ সকল ধর্মের, সকল বর্ণের, সব শ্রেণি পেশার মানুষের। সকলেই একটা মর্যাদা নিয়ে চলবে, সম্মান নিয়ে চলবে, সেটাই আমাদের স্মরণ রাখতে হবে।’
এতে ধর্মদেশনা প্রদান করেন রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক জ্যোতিসেন থের।
এ সময় বৌদ্ধভিক্ষুসহ উপাসক—উপাসিকাগণ উপস্থিত ছিলেন।