১১৬ জন আলেমের বিরুদ্ধে দুদকে অভিযোগ সুদূর প্রসারী ষড়যন্ত্র

ইমাম খাইর:
সারাদেশের ১ হাজার মাদরাসার তালিকা ও ১১৬ জন শীর্ষ আলেমের বিরুদ্ধে দুদকে অভিযোগ সুদূর প্রসারী ষড়যন্ত্র। তথাকথিত ‘গণকমিশন’ নামক সংগঠনটির ভূমিকা দেশে নতুন সংকট সৃষ্টি করবে। তারা দেশ ও ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে।

সোমবার (১৬ মে) দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভায় কথাগুলো বলছিলেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।

তিনি বলেন, দেশের সুন্দর, সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টা শুরু করেছে চিহ্নিত একটি চক্র। তারা দেশের আভ্যন্তরিণ সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে।

জাতির বিবেক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত ও ষড়যন্ত্র দেশের ইমানদার জনতা সহ্য করবে না।

দেশের স্বার্থে এই ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠানে মাওলানা মোহাম্মদ আলী আরো বলেন, গণকমিশন সেটি কী? আলেমদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের অধিকার তাদের কে দিয়েছে? নেপথ্যে কারা ইন্ধন দিচ্ছে, বের হবে। আনঅথরাইজড তালিকাটি আমরা প্রত্যাখ্যান করলাম।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব।

পরিষদের সহসভাপতি মাওলানা শামসুল হক নসীম, সাংগঠনিক সম্পাদক ক্বারি হুমায়ুন কবির, বায়তুলমাল সম্পাদক ক্বারি নুরুস সামাদ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রিদওয়ানুল কাবীর, দপ্তর সম্পাদক ক্বারি জুবাইরসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তারা বলেছেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক দ্বৈত নাগরিকত্ব গোপন রেখে বিচারপতি হয়েছেন, যা সংবিধান বিরোধী। অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে তুরিন আফরোজ বহিষ্কার হয়েছেন। খোদ নিজের মায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বক্তাদের প্রশ্ন, দেশে আইন আদালত থাকতে ‘গণকমিশন’ গঠন কী ভাবে হয়, গণকমিশন দেশের সংবিধান বিরোধী।

দেশের ওলামায়ে কেরামের তালিকা করে দুদকে দেওয়ার এখতিয়ার তাদের নেই। ওলামাদের বিরুদ্ধে তথাকথিত গণকমিশনের ভূমিকা দেশে নতুন সংকট সৃষ্টি করবে। তথাকথিত গণকমিশন গণধিকৃত হয়েছে।

নেতারা বলেন, তুরিন ও মানিকদের অপরাধের বিচার আগে করতে হবে। এরপর নিয়ম অনুযায়ী দেশের আইন আদালতের মাধ্যমে ওলামায়ে কেরামে কোনো অপরাধ থাকলে সেটা হবে। কিন্তু গণকমিশন গঠনের এখতিয়ার তাদের কে দিয়েছে? সেটা স্পষ্ট করতে হবে।

মানিক ও তুরিনদের বিচার না করলে দেশে যে কোনো বিশৃঙ্খলার জন্য গণকমিশন দায়ী থাকবে।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহছেন শরীফ বলেন, ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার তালিকা করে আলেমদের সমাজে অসম্মান করার ষড়যন্ত্র রুখে দিতে হবে। যারা তালিকা তৈরি করেছে, তারা নিজেরাই বিভিন্ন অপরাধে অপরাধী ও তিরস্কৃত।

তিনি বলেন, যুগে যুগে বাতিল শক্তিরা ইসলামের বিরুদ্ধে ছিল। এখনো তারা সক্রিয়। বাতিলের মোকাবিলায় আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। এইজন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঠিত হয়েছে।

ইসলামের প্রচার কাজকে বেগবান করতে সকল স্তরের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মাওলানা মোহছেন শরীফ।

  •  
  •  
  •  
  •  
  •