নিজস্ব প্রতিনিধি:
রোহিঙ্গাদের কথিত স্বাধিকার প্রতিষ্ঠা নামে গঠিত সশস্ত্র বিদ্রোহী সংগঠন ‘আল ইয়াকিন’ এর শীর্ষ নেতা আবু-বক্কর প্রকাশ হাফেজ মনিরকে (৩৭)অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শনিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে কক্সবাজার উখিয়া পালংখালী ৮নং ক্যাম্পের ইস্ট বি/৭৪ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর ৮নং রোহিঙ্গা ক্যাম্পের নূর মোহাম্মদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন সিভয়েসকে জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বাধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র লড়াই করার নামে গঠিত আলোচিত বিদ্রোহী সংগঠন আল ইয়াকিনের সদস্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। আমাদের কাছে খবর আসে শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর প্রকাশ হাফেজ মনির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসত ঘরে মাটির নিচ থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই শীর্ষ সন্ত্রাসী রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত ৬ মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত বলে জানান পুলিশের এই কর্মকর্তা। গ্রেপ্তারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।