কক্সবাজারে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২ জন

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মৌসুমে সারাদেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্ষা মৌসুম শুরুর পর সারাদেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। কক্সবাজার জেলায় এডিস মশাবাহিত এ রোগের প্রকোপ একটু বেশিই।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত—এই ২৪ ঘণ্টায় কক্সবাজারে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে গত মাসে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, ঢাকার পর কক্সবাজার জেলায় ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত কক্সবাজারের সরকারি হাসপাতালে ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে দুইজন। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১২ জন।

আজ সারা দেশে ২২২ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শুধু কক্সবাজার জেলার সরকারি হাসপাতালে ভর্তি আছে ৩৭ জন।

  •  
  •  
  •  
  •  
  •