রামুতে ৬ হাজার ইয়াবাসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম রামুতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী জহির আলম। সে টেকনাফ সদর ইউনিয়নের (৮নং ওয়ার্ড) নাজির পাড়া এলাকার বাসিন্দা।

৯ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২ টার দিকে
মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে রামুর জোয়ারিয়ানালার চা বাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে আটককৃত আসামী জহির আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করেছে।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রেরক:হাসান তারেক মুকিম,রামু(কক্সবাজার)

৯ আগষ্ট ২২ইং

০১৮১৮১০৪১৯৫

  •  
  •  
  •  
  •  
  •