কক্সবাজারে রূপালী ব্যাংক লি. এর ব্যবসায়িক সম্মেলন ও এটিএম বুথ উদ্বোধন

 

বার্তা পরিবেশকঃ

রূপালী ব্যাংক লিমিটেড, জোনাল অফিস, কক্সবাজার এর আওতাধীন শাখাসমূহকে নিয়ে শুক্রবার ১৬ সেপ্টেম্বর’২২ “ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ১০০ দিনের বিশেষ কর্মসূচি” উপলক্ষ্যে জোনাল অফিস, কক্সবাজার কর্তৃক এক ব্যবসায়িক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড এ সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ জাহাঙ্গীর। রূপালী ব্যাংক টাওয়ার, কক্সবাজার এর ৩য় তলায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯ টায় সময় উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন জোনাল অফিস, কক্সবাজার এর মাননীয় সহকারী মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জনাব মোঃ মাসুক-ই-এলাহী। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ ই আগস্টে নিহত তাঁর পরিবারের সকল সদস্যদের আত্নার মাগফিরাত কামনা করেন। এছাড়াও বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁকে অত্র ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উক্ত অনুষ্ঠানে সম্প্রতি বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রভাব এবং বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশের অসম যুদ্ধের কারনে অর্থনীতি চরম চাপের এবং মন্দার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে উল্লেখ করেন। তিনি উক্ত অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সম্মেলনে উপস্থিত ব্যাংকের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাগণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, উক্ত সংকট মোকাবেলা করে ব্যাংকের সামগ্রিক আর্থিক ভীতকে মজবুত করার বিষয়েও বারংবার তাগাদা প্রদান করেন। তারই অংশ হিসেবে তিনি “ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ১০০ দিনের বিশেষ কর্মসূচি” ঘোষণা করেছেন। উক্ত কর্মসূচীর মূল কথা হলো”খেলাপী ঋণ আদায়, রেমিট্যান্স বৃদ্ধি, রপ্তানি, ঋণ ও আমানতের প্রতিশ্রুতি
সম্মানিত গ্রাহকরাই আমাদের শক্তি”
উক্ত কর্মসূচী বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনার পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করলে বিভিন্ন ধরনের পুরস্কারের ঘোষণা দেন। পরিশেষে, ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের শামিল হয়ে ব্যাংকের টেকসই উন্নয়ন সাধনের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠান শেষে রূপালী ব্যাংক টাওয়ার কক্সবাজার এর নিচ তলায় রূপালী সদন কর্পোরেট শাখা কক্সবাজার এর নিয়ন্ত্রণাধীন ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের এটিএম বুথ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সকল কর্মকর্তা/ কর্মচারীদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জোনাল অফিস কক্সবাজার এর আওতাধীন ০৮ টি শাখার ব্যবস্থাপকবৃন্দ, অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, অন্যান্য শাখার কর্মকর্তা/ কর্মচারীগণ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা।

  •  
  •  
  •  
  •  
  •