উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বালুখালী ১৩ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার হোসেন। তারা দুজনই ১৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে বরে জানিয়েছেন।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদক পাচার, অস্ত্র পাচারে বাধা হওয়ায় রোহিঙ্গা মাঝিদের টার্গেট করে তাদের হত্যা করছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পে আরও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।