কক্সবাজারে ২দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল শুরু

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র তত্ত্বাবধানে কক্সবাজারে ২ দিনব্যাপী ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল ১৯ নভেম্বর (শনিবার) থেকে শুরু হচ্ছে। ২০ নভেম্বর ( রবিবার) আখেরী মুনাজাতের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী এ দ্বীনি মাহফিল শেষ হবে। ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিতব্য এ ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন, শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ. এর নাতী, ভারতের জামিয়া কাসেমিয়া শাহী মুরাদাবাদের মুহতামিম আল্লামা সৈয়দ আশহাদ রশীদী। বিশেষ মেহমান হিসেবে তাকরীর করবেন, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র নবনির্বাচিত চেয়ারম্যান, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম আল্লামা মোহাম্মদ ইয়াহয়া, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র সেক্রেটারী জেনারেল ও ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা খোরশেদ আলম কাসেমী। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ তাশরীফ আনবেন।
এ ইসলামী মহাসম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে ইসলামপ্রিয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক দু’আ ও সহযোগিতা কামনা করেছেন, ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মুসলিম, নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মোহছেন শরীফ।

  •  
  •  
  •  
  •  
  •