কক্সবাজার সদর আওয়ামী লীগের কাঙ্খিত সম্মেলন ও কাউন্সিল আজ

 

এম.এ আজিজ রাসেল:
বহুল প্রতীক্ষিত কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল আজ। সকাল ১০টায় শহরের পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উপ—প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। এদিকে সম্মেলন ও কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। রয়েছে শঙ্কাও। কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদু (চাকা) ও ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান (হাতি)।

সভাপতি প্রার্থী মাহমুদুল করিম মাদু বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন। কাউন্সিল নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছে, যা আদৌ সত্যি নই। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কাউন্সিলদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে ইনশাল্লাহ।

আরেক সভাপতি প্রার্থী টিপু সুলতান বলেন, াউন্সিলর তালিকায় অপরাধীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দিয়ে কাউন্সিলে অপরাধ সংঘটনের সম্ভাবনা রয়ে যায়। যা মোটেও কাম্য নয়। এসব বিষয় উল্লেখ করে সাংগঠনিক টিম ও জেলা আওয়ামী লীগকে লিখিত অভিযোগ করা হয়েছে।

অপরদিকে ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে লড়ছেন খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি রাজপথে আছি। আওয়ামী লীগের কঠির দুঃসময়েও কখনো পিছপা হয়নি। বিএনপি—জামায়াতের জেল—জুলুম ও নির্যাতনে আমি জর্জরিত হয়েছি, তবুও বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো পিছু হঠিনি। আশা করছি কাউন্সিলরা সেই ত্যাগের প্রতিদান দেবে।

ছাতা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান বলেন, আমরা চাই স্বচ্ছ ও শান্তিপূর্ণ কাউন্সিল। কোন অপরাধী যেন নেতৃত্বে না আসে। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই নতুন কমিটি আসুক। তাই পেশী শক্তিকে ভয় না পেয়ে সম্মিলিতভাবে সম্মেলন ও কাউন্সিল সফল হউক এটা সবার প্রত্যাশা।

এছাড়া আনারস প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে লড়ছেন বদিউল আলম। তিনিও ভোটের মাধ্যমে নেতৃত্ব মেনে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে তৃণমূল নেতাকর্মীদের ভাবনায়, যারা দলের সুখে—দুঃখে নিজেদের বিলিয়ে দিয়েছেন, তাঁরা যেন মূল্যায়িত হয়।

  •  
  •  
  •  
  •  
  •