রামু প্রতিনিধি:
রামুর অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান রামু উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ৪৬ জন ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে এটি বিদ্যালয়ের সর্বোচ্চ অর্জন। রেকর্ড সংখ্যক জিপিএ-৫ সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় উচ্ছ¡সিত হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জয়নাল আবেদীন জানান- সোমবার ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের ১৬৩ জনের মধ্যে ১৫৮ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। এছাড়া কারিগরি বিভাগের ৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫ জন উত্তীর্ণ হয়েছে। কারিগরি বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন ছাত্রী। সাধারণ ও কারিগরি শাখা থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন ছাত্রী।
রামু উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সকল কৃতি ছাত্রীদের প্রাণঢালা অভিনন্দন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু’র চেয়ারম্যান সদস্য ইউনুচ রানা চৌধুরী জানান- নারী শিক্ষা প্রসার ও মান উন্নয়নে এ বিদ্যালয় অবদান রাখছে। পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এ বিদ্যালয়ের ছাত্রীরা এসএসসি পরীক্ষা ২০২২ এর ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ে বর্তমান শিক্ষার মান বজায় থাকলে আগামীতে আরো কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন সম্ভব হবে।
এদিকে মঙ্গলবার, ২৯ নভেম্বর সকালে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের শ্রদ্ধা জানাতে ছুটে আসেন জিপিএ-৫ প্রাপ্ত ৪৬ জন ছাত্রী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জয়নাল আবেদীন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ইউনুচ রানা চৌধুরী, অভিভাবক সদস্য আকতার কামাল সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।