উখিয়ায় দুর্বৃত্তের গু*লিতে রোহিঙ্গা যুবক খু*ন

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে শাহাবুদ্দিন মাঝি (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বালুখালী ক্যাম্প ১২ এর এইচ ১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধারালো দা ও ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্প ১২ এর এইচ ১৪ ব্লকে শাহাবুদ্দিন মাঝির বসতঘরের পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত। এ সময় তারা শাহাবুদ্দিনের পেটের ওপর ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং পেটের মাঝ বরাবর গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উখিয়া থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •