নিজস্ব প্রতিবেদকঃ
প্রায় দুই বছর পর সম্মেলনের মাধ্যমে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতির পূর্ণ দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কেন্দ্রীয় কমিটিতে অর্ন্তভুক্ত হলে জেলা আওয়ামী লীগ সভাপতির ভারপ্রাপ্ত দায়িত্ব পান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধরী। অন্যদিকে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সম্মেলনের পর বিকাল সাড়ে ৩টার দিকে কাউন্সিল অধিবেশনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই ঘোষণা দেন।
২০১৬ সালের ২৮ জানুয়ারি কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি দেয়া হয়েছে। এরপর মাঝখানে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে কেন্দ্রের ধর্ম বিষয়ক সম্পাদক নিযুক্ত করা হলে জেলা আওয়ামী লীগের দায়িত্ব পান তৎকালীন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এরপর ফরিদুল ইসলাম চৌধুরী ও মুজিবুর রহমানের নেতৃত্বে শক্ত ভিত্তি নিয়ে জেলা আওয়ামী লীগ সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে এসেছে।
এর আগে সকাল ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।