নিজস্ব প্রতিবেদক:
শিশুশ্রম বন্ধ করে শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আল খায়ের ফাউন্ডেশন, পপি ও এডুকো বাংলাদেশ যৌথভাবে কাজ করে যাচ্ছে কক্সবাজার নাজিরারটেক উপকূলীয় অঞ্চলে।
মঙ্গলবার ১৩’ই ডিসেম্বর সকালে শহরের ১ নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ায় দেড় শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে৷ কক্সবাজারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও লন্ডনভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পশ্চিম কুতুবদিয়া পাড়া পপি ব্রীজ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় পপি শিশুকেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী জবা দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকরিয়া বলেন, পিছিয়ে পড়া এই প্রান্তিক পর্যায়ের শিশুদের মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে পারলে ভবিষ্যতে দেশের জন্য ভুমিকা রাখবে এরা। তাই এদের সহযোগিতায় সবসময়ই বিত্তবান ও বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ প্রান্তিক পর্যায়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তা দেয়ার আস্বাস প্রদান করেন। এতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন৷
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ,অভিভাবকসহ শিশু-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।