সংসার আর হবে না— বললেন রাজ

বিনোদন ডেস্কঃ

বছরের শেষ লগ্নে হঠাৎ এক ক্যালেন্ডার বয়সী দাম্পত্যের বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন নায়িকা পরীমনি। এর আগে রাত সাড়ে আটটায় নায়িকা সম্পর্ক ছিন্ন করে সন্তানকে নিয়ে রাজের বসুন্ধরার বাসা থেকে বের হয়ে এসেছেন বলেও জানান। এরপর গতকাল রবিবার আরও দুটি ফেসবুক পোস্ট করেন পরী। যার একটিতে ছিলো স্বামী রাজের বিরুদ্ধে তার গায়ে হাত তোলার অভিযোগও। স্ত্রীর এমন অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা শরীফুল রাজ। ইঙ্গিত দিলেন একসঙ্গে থাকা আর হবে না।

এর আগে গতকাল গণমাধ্যমকে শরীফুল রাজ বলেছিলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’

অবশেষে এই বিষয়ে পুরোপুরি খোলাসা না করলেও ইঙ্গিত দিলেন পরীমণির সঙ্গে সম্পর্কটা আর জোড়া লাগছে না।

রাজ বলেন, ‘আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে।’

ফেসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কি না, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি, আমি কোনো ভুল করিনি।’

তাঁদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, আর হবে না।’

  •  
  •  
  •  
  •  
  •