সংবাদ বিজ্ঞপ্তি
“মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল” এই প্রত্যয়ে কক্সবাজার জেলার অন্যতম জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের অন্যতম শাখা সিমুনিয়া খেলাঘর আসরের সম্মেলন, কাউন্সিল ও পিকনিক-২০২৩ অনুষ্ঠিত হয়। শুক্রবার দরিয়া নগর, ইকোপার্ক, বড়ছড়া, কক্সবাজারে আয়োজনের প্রথম পর্বে শিশু কিশোরদের পার্কে দোলনায় চড়া, ঝুলন্ত ব্রিজ পার হওয়া, প্রাকৃতিক গুহা এবং পাহাড়ি দৃশ্য উপভোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও অধ্যাপক জসিম উদ্দিন। পরে সিমুনিয়া খেলাঘর আসর কে আরো সুদৃঢ় করতে অধ্যাপক জসিম উদ্দিন কে সিমুনিয়া প্রশিক্ষণ একাডেমীর পরিচালক করে ৭ জন বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। দ্বিতীয় পর্বে বুলবুল এ জান্নাত কে সভাপতি, উত্তম পালকে সাধারণ সম্পাদক ও রানা মল্লিক কে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবু, সহ সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, চকরি খেলাঘর আসরের সভাপতি এপেলো বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক সুজিত বড়ুয়া, জেলা খেলাঘরের সম্পাদক মÐলীর সদস্য এইচ এম নজরুল ইসলাম, সদস্য আজিম নিহাদ, এহাসান আক্তার পায়েল, এম ওসমান গণিসহ অন্যান্য নেতৃবৃন্দ। নবনির্বাচিত কমিটি ও উপস্থিত খেলাঘরের সকল বন্ধুদের শপথ বাক্য পাঠ করান জেলা খেলাঘর এর সহ সভাপতি সুবিমল পাল পান্না। পরে শিশু কিশোরদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটি ও অতিথিরা। এছাড়া জেলা খেলাঘর আসরের সহ সভাপতি সুবিমল পাল পান্না কে জেলা খেলাঘরের, সিমুনিয়া খেলাঘর ও চকরি খেলাঘরের বন্ধুরা শুভ জন্মদিনের ফুলেল শুভেচছা জানিয়ে এম জসিম উদ্দিন সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।