নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি অভিযানে প্রায় ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), মদ, বিয়ার ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে একটি অভিযানে ইয়াবাসহ মফিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত আটটা থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর চারটা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং, খারাংখালী ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
আটক যুবক হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত বাচ্চা মিয়ার ছেলে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে এসব মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির পৃথক তিনটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ১ কেজি ১.২৫৮ গ্রাম আইস, ২১ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৫০ বোতল মদ ও ৩৫০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬ কোটি ৯৮ লাখ ১০ হাজার ৫শ’ টাকা। জব্দ করা মাদক ধ্বংস করা হবে। এছাড়া আটক যুবককে থানা পুলিশের কাছে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।