নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ায় নূর কায়েস (২৫) নামের এক রোহিঙ্গা নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার এ ঘটনা ঘটে। তবে কি কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
নিহত নারী নূর কায়েস ক্যাম্প-৮/ইস্ট, ব্লক- বি/৫৭ এর নজুমউদ্দীনের স্ত্রী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ শালবাগান এলাকার বাসিন্দা আরফাত হোসেন নামের আরেক রোহিঙ্গা নূর কায়েসকে মাথায় গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার উদ্ধৃতি দিয়ে ওসি জানান, নিহতের পরিবারের সঙ্গে কারও কোন শত্রুতা নেই। কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। রহস্য উদঘাটন করে ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।