রামুতে কৃষকদের মাঝে চারা, কীটনাশক স্প্রেয়ার, বাডিং লাইফ, সার ও কৃষি উপকরণ বিতরণ

 

এস এম হুমায়ুন কবির:

লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আজ ১১ সেপ্টেম্বর বিকালে কৃষি অফিস, রামুতে লেবু জাতীয় ফসলের চারা, কীটনাশক স্প্রেয়ার, বাডিং নাইফ, জৈব, রাসায়নিক সার, ও অন্যন্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান, রামু প্রেস ক্লাব সদস্য, সিনিয়র সাংবাদিক এস এম হুমায়ুন কবির, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, লেবু কৃষকরা। উপজেলা কৃষি অফিসার জানান লেবু জাতীয় ফল চাষ নিবিড়করণ ও প্রায় ১০-১৫% ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কৃষকদের মাল্টা, কমলা চাষে উদ্বুদ্ধ করা, লেবু জাতীয় ফলের মাতৃবাগান স্থাপন ও চারা উৎপাদনের দক্ষতা বৃদ্ধি করা এ প্রকল্পের উদ্দেশ্য।
লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে। দেশে লেবু জাতীয় ফসলের উৎপাদন চহিদার চেয়ে অনেক কম এবং এটি আমদানি নির্ভর। প্রতিবছর বিপুল পরিমান কমলা, মাল্টা আমদানি করতে হয়। বছরে প্রায় ১৭ কোটি টাকার কমলা ও মাল্টা আমদানি করতে হয়।

আমদানি নির্ভরতা কমাতে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং চাষ সম্প্রসারণ করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •