রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুই ড্রেজার মেশিন জব্দের পাশাপাশি তিন ব্যবসায়ীকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার চাকমারকুল ও দক্ষিন মিঠাছড়ির বিভিন্ন পয়েন্টে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে চাকমারকুল ইউনিয়নের কোনারপাড়া,দক্ষিন চাকমারকুল, ও দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক আলা উদ্দিনকে ৫০ হাজার, দিদার বলীকে ৭০ হাজার ও জিয়াবুল হক সওদাগরকে ৭০ হাজার টাকা সহ সর্বমোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, যে সকল ব্যক্তি পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর ফতেখাঁরকুল ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোহাম্মদ শাহেদ সহ আনসার ও ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •