ক্রীড়া প্রতিবেদকঃ
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ- পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ৫০টি দলের অংশগ্রহণে আজ বুধবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩।’
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে জয় পেয়েছে রাইজিংবিডি, কালবেলা, যুগান্তর, আমাদের সময়, ভোরের কাগজ, এটিএন নিউজ, আজকের পত্রিকা, আমাদের অর্থনীতি, খবরের সংযোগ, আরটিভি ও সমকাল।
রাইজিংবিডি ডটকম ২-০ গোলে হারায় বিজনেজ পোস্টকে। ম্যাচসেরা হন রাইজিংবিডির হাসান মাহামুদ। কালবেলা ১-১ গোলে আজকের খবরের সঙ্গে ড্র করার পের টাইব্রেকারে ২-১ ব্যবধানে জয় পায়। ম্যাচসেরা হন কালবেলার রাজু আহমেদ। যুগান্তর ৩-০ গোলে হারায় খবরের কাগজকে। ম্যাচসেরা যুগান্তরের কাজী বাবেল। আমাদের সময় গোলশূন্য ড্র করে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। এরপর ৩-০ ব্যবধানে জয় পায় টাইব্রেকারে। ম্যাচসেরা আমাদের সময়ের আসাদুর রহমান।
ভোরের কাগজ ২-০ গোলে হারায় অবজারভারকে। ম্যাচসেরা হন অবজারভারের দেব দুলাল মিত্র। এটিএন নিউজ ওয়াকওভার পায় নিউ এইজের বিপক্ষে। আজকের পত্রিকা ৩-০ গোলে হারায় মানবকণ্ঠকে। ম্যাচসেরা হন আজকের পত্রিকার রেজা করিম। আমাদের অর্থনীতি ওয়াকওভার পায় নয়া দিগন্তের বিপক্ষে।
খবরের সংযোগ ৩-১ গোলে হারায় দৈনিক সংগ্রামকে। ম্যাচসেরা হন খবরের সংযোগের মোসকায়েত মাশরেক। আরটিভি ১-০ গোলে জয় পায় বাংলাদেশ পোস্টের বিপক্ষে। ম্যাচসেরা হন আরটিভির সেলিম মালিক। সমকাল ২-০ গোলে জেতে মানবজমিনের বিপক্ষে। ম্যাচসেরা হন সমকালের তাসনিম মহসিন মিশু।
তার আগে সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক ফুটবলার মো. আবদুল গাফফার। এ সময় ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
এবারের আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে- চ্যালেন আই, জাগো নিউজ, আজকালের খবর, কালবেলা, যুগান্তর, খবরের কাগজ, বিডি নিউজ, ভোরের আকাশ, বাংলাভিশন, সময়ের আলো, অবজার্ভার, ভোরের কাগজ, এখন টিভি, গাজী টিভি, এটিএন নিউজ, নিউ এজ, চ্যালেন ২৪, সারাবাংলা.নেট, মাই টিভি, বাংলানিউজ, প্রতিদিনের বাংলাদেশ, আমাদের সময়, ৭১ টিভি, সমকাল, ডেইলি স্টার, মানবকণ্ঠ, আজকের পত্রিকা, বিজনেস পোস্ট, রাইজিংবিডি ডটকম, দীপ্ত টিভি, নিউজ২৪, নয়াদিগন্ত, আমাদের অর্থনীতি, বাংলাদেশ প্রতিদিন, সংগ্রাম, খবর সংযোগ, এটিএন বাংলা, ইনকিলাব, বাংলাদেশ পোস্ট, আরটিভি, ঢাকা পোস্ট, বিটিভি, ইউএনবি, এনটিভি, জনকণ্ঠ, এশিয়ান টিভি, যমুনা টিভি, ঢাকা মেইল, বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক মানবজমিন।
দলগুলোকে ৮টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে চারটি দল খেলবে সেমিফাইনাল এবং সবশেষ দুটি দল খেলবে ফাইনাল।