বার্তা পরিবেশক:
শহরের কলাতলীর আলোচিত শালিক রেস্তোরাঁয় কর্মরত তিন কর্মচারীর উপর অমানবিক নির্যাতন করার প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ(স্কপ) আয়োজিত প্রতিবাদ সমাবেশ গতকাল ১৫ অক্টোবর বিকাল ৩ টায় কক্সবাজার পৌরসভা চত্বরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ আহবায়ক করিম উল্লাহ কলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল হক আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মঙ্গল পার্টি চেয়ারম্যান জগদীশ বড়ুয়া পার্থ , বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম, বিভাগীয় সমন্বয়ক জাতীয়তাবাদী শ্রমিকদল রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক জোট জেলা সভাপতি একে ফরিদ আহমেদ, রাশেদুর রহমান আহবায়ক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, আবদর রহমান সহসভাপতি জাতীয় শ্রমিক জোট, নজরুল ইসলাম সদস্য সচিব সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ইয়াকুব মাঝি যুগ্ম আহবায়ক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, প্রদীপ দাশ সভাপতি নির্মাণ শ্রমিক জোট, জমির উদ্দিন সহ সাধারণ সম্পাদক দিনমজুর শ্রমিক ইউনিয়ন, রোকন উদ্দিন সাধারণ সম্পাদক কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়ন, উসানথেন রাখাইন সভাপতি রাখাইন একতা সংঘ প্রমুখ। উক্ত সভায় শালিক রেস্তোরাঁয় শ্রমিক নির্যাতনের ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে শ্রমিক নির্যাতনে জড়িত শালিক রেস্তোঁরার অভিযুক্ত মালিক নাসিরসহ তার লালিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। অন্যতাই সমুদ্র জনপথের সর্বস্তরের শ্রমিকদের সাথে ঐক্যবদ্ধ ভাবে শ্রমিক নির্যাতিত নিপিড়ন বন্ধ করতে রাজপথে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে হবে হুশিয়ারী দিয়েছেন নেতৃবৃন্দরা।
একই সাথে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রতিটি আবাসিক হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র প্রদান ও কক্সবাজার শ্রম আদালত স্থাপনের জোর দাবি রইল।