সিবিকে ডেস্কঃ
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরী বলেন, তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। দলীয় নিয়ম নীতি মেনেই দল পরিচালিত হবে, প্রাইভেট কোম্পানি হবে না। বুধবার ( ৮ নভেম্বর ) জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপিতে যোগ দান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শমসের মোবিন চৌধুরী বলেন, আমরা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। নির্বাচনে কমিশনকে ক্ষমতা দেয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে এটা আমাদের দাবি।
তৃণমূল বিএনপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের রজনীগন্ধা দিয়ে বরণ করে নেন দলের চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার। শুরুতে সাবেক জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা কর্নেল (অব.) সাব্বির আহমেদ, টাঙ্গাইল-৫ আসনের বাসিন্দা শরিফুজ্জামান খান ও সাভার থেকে আসা আইনজীবী মাহবুব হাসান তৃণমূল বিএনপিতে যোগদান করেন।
এছাড়াও টাঙ্গাইল-৪ আসনের বাসিন্দা শহীদুল ইসলাম, কুমিল্লা-২ আসনের বাসিন্দা মাঈনুদ্দীন,বাগেরহাট-৪ আসনের আবুল বাশার চৌধুরী,নেত্রকোনা-২ আসনের মোহাম্মদ আলী, চট্টগ্রাম-৮ আসনের সন্তোষ শর্মা, ফেনী-৩ আসনের খায়েজ আহমেদ ভূঁইয়া, আইভি সরকার ও লস্কর হারুনুর রশীদ তৃণমূল বিএনপিতে যোগ দেন।