রামুতে ২৫ হাজার ইয়াবাসহ খুনিয়াপালংয়ের হামিদুল হক আটক

 

আবদুল মালেক সিকদার, রামু
রামুতে ২৫ হাজার ইয়াবাসহ খুনিয়াপালং এর
হামিদুল হক পুলিশের হাতে আটক। ১৩ ই নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই অসীম চন্দ্র ধর,ও এএসআই জহির উদ্দিনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ রামু বাইপাস ফুটবল চত্তরের পশ্চিম পাশে মের্সাস রহমান পল্টিফিড সেন্টারের সামনে কক্সবাজার টু চট্টগ্রাম মহা সড়কের উপর অভিযান পরিচালনা করে হামিদুল হক নামে এক যুবক কে ইয়াবাসহ আটক করা হয়। এই সময় ইয়াবা কাজে ব্যবহারিত একটি সিএনজি ও জব্দ করে পুলিশ, হামিদুল হক খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগা কাটা এলাকার নুরুল হকের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী এএসআই জহির উদ্দিন ইয়াবা সহ আসামী আটকের সত্যতা স্বীকার করেন।
এই বিষয়ে তিনি বলেন মামলা রুজু পক্রিয়াধীন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
থোয়াইংগা কাটা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান দীর্ঘ দিন পর্যন্ত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হামিদুল হক ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে , এই দিকে এলাকার স্কুল পড়ুয়া ছাত্র ও সমাসের উঠতি বয়সের যুবকেরা দিন দিন ইয়াবা আসক্ত হচ্ছে । তার সিন্ডিকেটসহ আরও যারা ইয়াবা ব্যবসায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনা দরকার ।

 

  •  
  •  
  •  
  •  
  •