তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে পৌর আ.লীগের আনন্দ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর আ.লীগ সভাপতি ও কক্সবাজার ০৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোহাম্মদ নজিবুল ইসলামের পক্ষে কক্সবাজারে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে লালদিঘী পাড় এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। বক্তব্য শেষে স্বাগত মিছিলে উপস্থিত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মিছিলটি সমাপ্ত ঘোষণা করা হয়।

এসময় বক্তরা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীকে ৭ জানুয়ারী ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

স্বাগত মিছিলে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি এনামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক সাহেদ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের সিকদার সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, পৌর আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম ডালিম, কাসেম আলী, বেলাল উদ্দিন, ফয়সল হুদা, সোহেল রানা, ফরহাদ রেজা, এডঃ ছোটন কান্তি শীল, সাগর পাল সাজু, এডঃ জহিরুল ইসলাম, আজিজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও প্রকৌশলী অন্তিক চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •