রামু প্রতিনিধি:
রামুতে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটে অভিভাবক সমাবেশে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২০ নভেম্বর সকালে ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন- সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট প্রকৌশলী বিশ্বজিৎ দাশ।
এতে আরও বক্তব্য রাখেন- রামু উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবুল কালাম, রামু উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছৈয়দুল ইসলাম, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, প্রকাশ সিকদার ও আব্দুল মালেক সিকদার, অভিভাবক দীপক বড়ুয়া, এসএম আলমগীর ও নুরুল ইসলাম।
সহকারি শিক্ষক আবু ইউসুফ মোহাম্মদ হানিফের সঞ্চালনায় সভায় শিক্ষক মো. মোস্তফা সরওয়ার, নেউচিং মঘসহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করেন ইন্সটিটিউটের শিক্ষার্থী- ফরমান হাতেম মারুয়ান, আবৃত্তি ধর ও স্বচ্ছ বড়ুয়া।