রামু প্রতিনিধি:
রামুতে পূর্ব শত্রæতার জেরে এক ব্যবসায়িকে মারধর ও সর্বস্ব লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার, ১৯ নভেম্বর সন্ধ্যা সোয়া সাতটায় এ ঘটনা ঘটে। হামলার শিকার নুরুল আলম রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি হাসপাতাল পাড়ার মৃত তাজর মল্লুকের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রবিবার রাতে রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন হামলার শিকার নুরুল আলম। লিখিত এজাহারে উল্লেখ করা হয়েছে- পূর্ব শত্রæতার জেরে এলাকার একটি চিহ্নিত চক্র বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। হামলাকারিরা লোহার রড ও লাটি-সোটা নিয়ে তাকে প্রহার করে। এতে তার (নুরুল আলম) চোখের উপরে-নিচে এবং শরীরের আরও বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়েছে। মারধরের পর তার কাছে থাকা ১৮ হাজার টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব লুট করে হামলাকারিরা।
হামলাকারিরা হলেন- ওই এলাকার নবী হোছন পেঠানের ছেলে সাকিব, মোর্মেদ ও মোশাররফ হোসেন, জাফর আলমের ছেলে রমজান আলী, ছৈয়দ আলমের স্ত্রী শাহিনুর ইয়াছমিন, মো. কাজলের ছেলে মিজবাহ। হামলার পর স্থানীয়রা নুরুল আলমকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
নুরুল আলম জানান- এ ঘটনায় তিনি থানায় এজাহার দিয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনার পরও হামলাকারিরা তাকে এ নিয়ে মামলা না করার জন্য হুমকী-ধমকি দিচ্ছে। এ কারণে তিনি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।