প্রেস বিজ্ঞপ্তি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো রামু লম্বরীপাড়া দারুল কুরআন নুরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানার বার্ষিক অভিভাবক সমাবেশ, পূরস্কার বিতরণী ও তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরিক্ষার্থীদের দু’আ মাহফিল।
বুধবার (২২ নভেম্বর ) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি বলেন, কোমলমতি সন্তান-সন্ততিদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তাই দ্বীনি শিক্ষাকেন্দ্রে অধ্যয়নরত সন্তান-সন্ততিদের ব্যাপারে অভিভাবকমণ্ডলীকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সকল মা-বাবাকে নিজেদের সন্তানদের সহীহ শুদ্ধরূপে তিলাওয়াতে কুরআন শিক্ষাদানসহ দ্বীনের বুনিয়াদী তা’লীম দেয়ার আহবান জানান। তিনি প্রতিষ্ঠানটির ৭ম বছর পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণের শুভলগ্নে দ্বীন অনুরাগীদের দু’আ কামনা করেন এবং নতুন শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি করিয়ে দেয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।
শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অভিভাবক সদস্য মাওলানা হাফেজ ওসমান গণি। এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিকলঘাট ইকরা মডেল একাডেমির প্রধান নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল মান্নান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরুণ শিক্ষানুরাগী মুজাহিদুল ইসলাম ও মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার মুরুব্বী হাজী মকবুল হোসাইন, নুরুল আমিন আবু তাহের, ছাব্বির আহমদ, শের আলম, শুভানুধ্যায়ী মুজিবুর রহমান, আব্দুল আজিজ, অভিভাবক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জাবেদ হোসাইন, হারুনুর রশিদ, শহীদুল্লাহ, শিক্ষক মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, মাওলানা হাফেজ নুরুল আলম, মাওলানা হাফেজ মাহদী হাসান, মাষ্টার এরশাদুল হক প্রমুখ।
উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবকমণ্ডলীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত অনন্য সুন্দর এ আয়োজনে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সেই সাথে তৃতীয় শ্রেণির সনদ পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অতিথি ও অভিভাবকবৃন্দ কোমলমতি ছাত্র-ছাত্রীদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ, জরুরী দু’আ-মাসায়েল, আরবী, ইংরেজি বক্তৃতা ও কথোপকথন শ্রবণ এবং লেখা-পড়ার মানসহ সার্বিক ব্যবস্থাপনা দেখে অভিভূত হন।
সম্মানিত অভিভাবকবৃন্দসহ দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এ পবিত্র আয়োজন
আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।