চাঁদা না পেয়ে আ.লীগ নেতার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর গুজব ছড়ানোর অভিযোগ

 

বার্তা পরিবেশক;
টেকনাফ হোয়াইক্যং দাবিকৃত চাঁদা না পেয়ে আ.লীগ নেতাকে জামাত তকমা দিয়ে গাড়ি পোড়ানোর গুজব
ছড়িয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে।

অভিযুক্ত কথিত সাংবাদিক হলেন,স্টার টেলিভিশন এর টেকনাফ প্রতিনিধি জিয়াবুল হক জিয়া। ভুক্তভোগী আওয়ামীলীগ নেতা হলেন টেকনাফ বঙ্গবন্ধু সৈনিক লীগ সাধারণ সম্পাদক প্রদপ্রার্থী ও যুবলীগ নেতা কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩নভেম্বর) বেলা ১২টার দিকে জিয়াবুল হক জিয়া নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করেন,হোয়াইক্যং উনচিপ্রাং এলাকায় এই ভাঙা নষ্ট পরিত্যক্ত গাড়িটি পুড়িয়ে নাশকতার চক তৈরী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কামরুল নামের এক ব্যাক্তি। উনচিপ্রাং তথা হোয়াইক্যং ইউনিয়নের পরিবেশ টা নষ্ট করার জন্য এক ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। জামায়াতে থেকে আসা এই নেতারা নিজেদের স্বার্থে অতীতে ও এই রকম জঘন্য ঘটনা সাজিয়েছে এই রকম রেকর্ড ও আছে। তবে এখন মোবাইলের যোগ এই রকম কিছু করে পার পাওয়া যাবেনা। হোয়াইক্যং ইউনিয়নে কোন ধরনের জামায়াত বিএনপির তৎপর নেই। তাই এইখানে নাশকতার কোন সম্ভাবনা নাই।

আ.লীগ নেতা কামরুল বলেন, জিয়াবুল হক জিয়া একজন ব্যাক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কল দেন। এবং আমাকে বলেন,আপনি তো জামাত নেতা। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি নতুন করে সক্রিয় হচ্ছেন।
সাংবাদিক পরিচয় দেওয়া ঐ ব্যাক্তিকে আমি বলি আপনি মনে হয় ভুল নাম্বারে কল দিয়েছেন। তখন ঐ ব্যাক্তি বলে উঠেন আপনি কামরুল সাহেব না।আমি হ্যা বললে। আমাদের কিছু চা পানির খরচের টাকা দেন নিউজ করবো না।
আবারো ঐ ব্যাক্তি কে আমি বলি আপনি আমার সম্পর্কে কিছু জানেন না।আমার পরিবার ও গোষ্ঠী আ.লীগ রাজনীতির সাথে জড়িত। আমার আব্বা আ.লীগ সাবেক ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন আ.লীগের সদস্য।
তার তিনি কলটা কেটে দেন।কিছুক্ষণ পর আমার একজন প্রতিবেশী লোক একটি ফেসবুক আইডির লিংক দেন। যেখানে আমার নাম উল্লেখ করা হয়। এবং আমাকে জামাত নেতা তকমা দিয়ে গুজব ছড়ানো হয়।
এই বিষয়ে আমরা থানার ওসি ওসমান গনী কে অবগত করেছি এবং গুজব ছড়ানোর ব্যাক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

এই বিষয়ে জেলা জামাতের আমির ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, কামরুল আমার ইউনিয়নের বাসিন্দা। এবং তার পুরো পরিবার আ.লীগ রাজনীতির সাথে জড়িত। সেটা আমি না পুরো হোয়াইক্যং ইউনিয়নের মানুষ জানে।তবে কামরুল জামাতের কোন কর্মী নয়।

হোয়াইক্যং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন,কামরুল আ.লীগ পরিবারের সন্তান। তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনী বলেন, গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি গুজব। এইরকম কোন ঘটনা ঘটেনি।যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •