শেফাইল উদ্দিন:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বড়বিল ক্লিনিকে পুষ্ঠির মান উন্নয়নে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর ) থেকে ক্লিনিকের ক্যাচমেন্ট এরিয়ায় এক সপ্তাহ ব্যাপী কিশোরী মেয়েদের ক্লিনিকমুখী করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়,দীর্ঘ এক যুগ ধরে বড়বিল কমিউনিটি ক্লিনিকের আওতাভুক্ত সেবাপ্রদানকারীরা নিরলসভাবে কমিউনিটি পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান করে আসছে ।
সাধারণ সেবা ও স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি কমিউনিটি পর্যায়ের বৃহত্তর পরিসরে ১০ বছর থেকে ১৯ বছরের বয়সী কিশোরীদের পুষ্টিসেবার পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে, নিবেদিত বড়বিল কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারী সিএইচসিপি এস,এম রেজাউল করিম স্ব-উদ্যোগে ক্লিনিকের পুষ্টি কর্মী ও হেলথ ভলান্টিয়ার ও ক্লিনিকের সিজি কমিটির সদস্যবৃন্দের সহযোগিতায় কিশোরী মেয়েদের ক্লিনিকে পাঠানোর উপর জোর দেন ।
ক্লিনিকের জমিদাতা ও সহ -সভাপতি আবুল কালামের সভাপতিত্বে কিশোরী সমাবেশ ,আয়রন ও ফলিক এসিড ক্যাপসুল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা সিরাজুল ইসলাম, সুপার,ঈদগড় বদরমোকাম দাখিল মাদ্রাসা, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কামাল শিশির, মেম্বার কামরুল আমিন,সিজি সদস্য ওবায়দুল হক,ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী ওসমান সরওয়ার, ইউনিসেফের পুষ্টিকর্মী ফাতেমা জিন্নাত,সেচ্ছাসেবী মোবারেকা সোলতানা ও আলিজা সুলতানা লিজা।অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়বিল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও কিশোরী সমাবেশ এর উদ্যােগ গ্রহণকারী এস,এম রেজাউল করিম রাজু ।পবিত্র কোরআন তেলওয়াত করেন সিজি সদস্য ওবাইদুল হক। কিশোরী সমাবেশে উপস্থিত অতিথি ও বক্তারা কিশোরী পুষ্টির উন্নয়নে কিশোরীদের পুষ্টি সম্মৃদ্ধ খাবার ও নিয়মিত আয়রন ফলিক এসিড ক্যাপসুল খাওয়ার উপর জোর দেন।উপস্থিত সকলে শুভ কাজের প্রশংসা করেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের সঠিক দায়িত্ব পালনে অপুষ্ট কিশোরী কমে যাবে বলে মনে করেন। উক্ত সমাবেশে সিএইচসিপি এস,এম রেজাউল করিম ও পুষ্টিকর্মী ময়না পুষ্টি সম্পর্কিত তথ্য এবং ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের সামগ্রিক পুষ্টি অবস্থার উন্নতির জন্য পরামর্শ প্রদান করেন।
অভিভাবকদের মাঝে কিশোরীদের শারীরিক বৃদ্ধি সম্পর্কিত তথ্য ছড়িয়ে দেওয়া এবং কিশোরীদের রক্তস্বল্পতা এবং অপুষ্টি প্রতিরোধে খাদ্যে অনুপুষ্টি যোগের গুরত্ব সম্পর্কিত পরামর্শ প্রদান ও আয়রন ফলিক এসিড ক্যাপসুল বিনামূল্যে বিতরণ ও কিশোরীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন।
এসব পরিসেবাগুলো হল কিশোরী কার্ড বিতরণ,আয়রন ট্যাবলেট বিতরণ, অপুষ্টিতে আক্রান্ত কিশোরীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার/হাসপাতালে রেফার করা ইত্যাদি। কিশোরী এবং অন্যান্য অভিভাবকদের ব্যাপক উৎসাহ এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে প্রায় ১০০ জন কিশোরী অংশগ্রহণ করেন। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন। স্বাস্থ্য কর্মীরা বলেন, কিশোরীদের অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের সেরা সমাধান হল নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ ও আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়া। তারা উল্লেখ করেন যে, কিশোরীর স্বাস্থ্য ও পুষ্টি অবস্থার উন্নয়নে অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে বড়বিল কমিউনিটি ক্লিনিক এর সেবাপ্রদানকারীর এই উদ্যোগটি সত্যিই অসাধারণ, ব্যতিক্রমী এবং অত্যন্ত কার্যকর বলে করছে সচেতন মহল। সেবাপ্রদানকারীর স্ব-উদ্যোগে পরিচালিত এই ধরনের সমাবেশের আয়োজন এবং সফল বাস্তবায়নে অন্যান্য সেবাদানকারীদের উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখবে বলে মনে করছে স্বাস্থ্য বিশ্লেষকগণ।