ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ঈদগাঁও প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

 

 

শেফাইল উদ্দিন:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সাথে ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দেরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসঘাটাস্থ অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় ঈদগাঁও উপজেলার আইন শৃঙ্খলা, সমস্যা – সম্ভাবনা, যানজট, নদী দখল ও দূষণ, বালি উত্তোলন,বাজারের ডিসি সড়কের ফুতপাত দখল সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙালী, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনছুর আলম। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি তৈয়ব জালাল,সহ সাধারণ সম্পাদক শফিউল আলম আজাদ,অর্থ সম্পাদক উসমান গনি ইলি,সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু,সহ অর্থ সম্পাদক সরওয়ার শিফা,সমাজ কল্যাণ সম্পাদক আলা উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোফাজ্জল হক,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাউসার উদ্দিন শরীফ ,নির্বাহী সদস্য নুরুল আজিম মিন্টু, এনামুল হক, আজিজুর রহমান রাজু।
প্রেসক্লাব নেতৃবৃন্দের সমস্ত কথা নোট ডাউন করেন এবং ঈদগাঁও বাসস্ট্যান্ড কে যানজট মুক্ত করতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে এবং একেক করে সব বিষয়ে কাজ করে যাবেন বলে জানান। তিনি এই সমৃদ্ধ এবং সম্ভাবনায় অঞ্চলের উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •