রামুর কচ্ছপিয়ায় দস্যুতার অভিযোগে পুলিশের হাতে যুবক আটক
স্টাফ রিপোর্টার,রামু
রামুর গর্জনিয়ায় দস্যুতার অভিযোগে পুলিশের হাতে মাইন সিকদার(৩৮) নামে এক যুবক আটক হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার কচ্ছপিয়ার পূর্ব তিতার পাড়া এলাকার মৃত ইসলাম সিকদারের পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার রাতে কচ্ছপিয়া ইউপির ৩ নং ওয়ার্ডস্থ পূর্ব তিতার পাড়া এলাকায় জনৈক নুরুল ইসলামকে মারধর করে ধৃত মাইন সিকদার দেড় লাখ টাকা নিয়ে যায়। পরে ৯৯৯ কল দিয়ে অবগত করা হলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ সাইফুল আলম দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে পুলিশ পরিদর্শক (নিঃ)(আইসি) মোহাম্মদ সাইফুল আলম এর নেতৃত্বে এসআই/মিঠুন পালিত সহ সঙ্গীয় ফোর্স রাতভর অভিযান পরিচালনা করে মাইন সিকদার(৩৮)কে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে দস্যুতা করে নিয়ে যাওয়া ৩৯,২৭০ হাজার টাকা ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
পুলিশ পরিদর্শক (নিঃ)(আইসি) মোহাম্মদ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি অন্যান্য পলাতক আসামী ও বাকি টাকা উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে বলে জানান। তিনি আরো জানান, মানুষের জানমাল ধ্বংসে যারাই যুক্ত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান।
ছবি-
প্রেরকঃ হাসান তারেক মুকিম,রামু
১ নভেম্বর ২৩